SSC News: 'হাতে আছে ললিপপ, খুলব দোকান ভাজব চপ', পোস্টার নিয়ে প্রতিবাদ চাকরিহারার
ABP Ananda LIVE : ২৬ হাজার চাকরি বাতিল। আজ সন্ধেয় যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে SSC। চাল থেকে আলাদা করা যাবে কাঁকর? আগেই তালিকা প্রকাশের আশ্বাস শিক্ষামন্ত্রীর। 'হাতে আছে ললিপপ, খুলব দোকান ভাজব চপ', পোস্টার নিয়ে প্রতিবাদ চাকরিহারার।
হাওড়ার ডোমজুড়ে ONGC-র কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
হাওড়ার ডোমজুড়ে ONGC-র কারখানায় বিধ্বংসী আগুন। ডোমজুড়ের উত্তর ঝাপড়দহে রাসায়নিক কারখানায় আগুন। রাসায়নিক কারখানায় আগুন,। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। দুপুর ৩.৩০: হঠাৎ রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। উলুবেড়িয়া, আলমপুর, বালি থেকে এল দমকলের একাধিক ইঞ্জিন। ONGC-র কারখানার পাশেই কারখানায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা।
চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি, ফের পথে চাকরিহারা অশিক্ষক কর্মীরাও
চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি, ফের পথে চাকরিহারা অশিক্ষক কর্মীরাও। সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে এসএসসি ভবন অভিযান। আচার্য সদনের সামনে বিক্ষোভ।



















