WBJEE Results 2024: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, দ্বিতীয় শুভ্রদীপ পাল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল । প্রথম: কিংশুক পাত্র, বাঁকুড়া জেলা স্কুল । দ্বিতীয়: শুভদীপ পাল, কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল । তৃতীয়: বিবস্বন বিশ্বাস, বিশপ মরো স্কুল, কৃষ্ণনগর । চতুর্থ: ইরাদ্রি বসু খণ্ড, দার্জিলিং পাবলিক স্কুল, ডাবগ্রাম-ফুলবাড়ি । পঞ্চম: ময়ূখ চৌধুরী, সাউথ পয়েন্ট স্কুল, বালিগঞ্জ
প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর ফলাফল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে (WBJEE Results 2024) জানানো হল ফলাফল। পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে আজ ৬ জুন বৃহস্পতিবার বেলা ২.৩০টার সময় কলকাতার সল্টলেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দফতরে প্রেস কনফারেন্সে ফলাফল প্রকাশ করা হয়। তবে আজ বিকেল ৪টার পর থেকেই পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাবেন।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)