এক্সপ্লোর
Sujan on Mamata : "এখনও বিজেপির লাড্ডুতে ওঁর আগ্রহ আছে", মমতাকে তুলোধনা সুজনের
"পস্তেছেন কি না জানি না। কিন্তু, উনি দিল্লিকা লাড্ডু খেয়েছেন। মোদিজি দিয়েছিলেন। পস্তেছেন কি না সেটা ওঁর ব্যাপার। এখনও বিজেপির লাড্ডুতে ওঁর আগ্রহ আছে।" মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। আজ নজরুলমঞ্চে এক অনুষ্ঠান থেকে মমতা বলেন, ‘আজ যারা দিল্লিতে বসে আছে, ওটা দিল্লিকা লাড্ডু। যে খেয়েছে, সেই পস্তেছে, যে খায়নি, সেও পস্তেছে।'
জেলার
মনোস্কামনা পূরণের আশায় আজ গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী
আরও দেখুন




















