Suvendu Adhikari: 'হাই হ্যালো ছোড়ো, আগামীকাল জয় শ্রীরাম বোলো', বললেল শুভেন্দু
ABP Ananda LIVE: 'আমাদের ধর্ম নাকি গন্দা ধর্ম, এর জবাব সনাতনীরা দেবে না?' ৫০০ টাকার জন্য আত্মসমর্পণ করবেন? রানাঘাটে হুঙ্কার শুভেন্দুর । রামনবমীতে হিন্দুদের শক্তি প্রদর্শনের ডাক শুভেন্দু অধিকারীর । দেখা হলেই জয় শ্রীরাম বলবেন, কোনও লজ্জা পাবেন না' । 'বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে লজ্জা কেন?' । হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিরোধী দলনেতার । নন্দীগ্রামে রাম মন্দিরের ভূমিপুজো করে পথে নামব: শুভেন্দু অধিকারী।
সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্য হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের দুজন শিক্ষিকার চাকরি বাতিল
সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্য হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের দুজন শিক্ষিকার চাকরি বাতিল। তাঁরা ছিলেন অঙ্ক এবং রসায়নের শিক্ষিকা এই স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত প্রায় আড়াই হাজার ছাত্রী পড়ে। ২ শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় পড়াশোনা ব্যাহত হবে। ২ শিক্ষিকাই যথেষ্ট মেধাবী ছিলেন, বললেন প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। অভয়াকাণ্ডের প্রতিবাদে এক সময় সরব হয়েছিলেন তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি।

















