Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা বিরোধী দলনেতার। Mamata Banerjee
ABP Ananda LIVE : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটি মানহানির মামলা।মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা বিরোধী দলনেতার। কয়লার কালো টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগে মামলা আলিপুর কোর্টে ১০০ কোটি মানহানির মামলা রাজ্যের বিরোধী দলনেতা।'কয়লার কালো টাকা নিয়ে অভিযোগ নোটিশের পরেও নীরব, ১০০ কোটি টাকা পেলে চ্যারিটির জন্য দান', বক্তব্য শুভেন্দু অধিকারী। আর এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ' 'আমরা যদি করতে পারতাম না অনেক কিছু করতে পারতাম বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের মাধ্য়মেই টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় ডাকাত জগন্নাথ বিজেপির জগন্নাথের মাধ্য়মেই টাকা যায়। শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর মাধ্য়মে টাকা যায় অমিত শাহর কাছে'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম

















