OBC Case: 'উদ্ধত সরকারের বিরুদ্ধে বিচারব্যবস্থার জয়', OBC মামলায় রাজ্যের ধাক্কা নিয়ে পোস্ট শুভেন্দুর
ABP Ananda LIVE: 'আমি এই কেসের পার্টি হব', ওবিসি মামলায় মন্তব্য শুভেন্দুর। উদ্ধত সরকারের বিরুদ্ধে বিচারব্যবস্থার জয়' । OBC মামলায় রাজ্যের ধাক্কা নিয়ে পোস্ট শুভেন্দুর । মমতা ক্ষমতায় আসার সময় OBC-তে ২০ শতাংশ মুসলিম ছিলেন' । 'হিন্দুদের বঞ্চিত করে এই সংখ্যাটা এখন আকাশচুম্বি' । রাজনৈতিক সুবিধেভোগীদের উপরেও আছে দেশের আইন' । 'আজ এটা ফের মনে করিয়ে দিয়েছে আজ হাইকোর্টের নির্দেশ' । OBC মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে হুঙ্কার বিরোধী দলনেতার
আরও খবর...
ছাব্বিশের আগে উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে শাসক কোন্দল। 'পার্থ ভৌমিক এই জেলায় চাবি ঘোরানোর কে?' 'কেন পার্থ ভৌমিকের কথা মতো জেলার কাজ চলবে?' জেলা সভাপতির সামনে পার্থ ভৌমিককে সম্পর্কে ক্ষোভপ্রকাশ মমতা ঠাকুরের । দিল্লি যাওয়ায় বনগাঁ সাংগঠনিক জেলার প্রথম বৈঠকে থাকতে পারেননি মমতা ঠাকুর । জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসকে বৈঠক পিছনোর অনুরোধ মমতা ঠাকুর। পার্থ ভৌমিকের নির্দেশে ওই বৈঠক হয়ে গেছে, মমতা ঠাকুরকে জানান বিশ্বজিৎ দাস। ঘটনা ঘিরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। 'এই নিয়ে জেলা সভাপতি কথা বলবেন' । বিতর্ক এড়িয়ে প্রতিক্রিয়া পার্থ ভৌমিকের।



















