Suvendu Adhikari : 'আহত অন্তত ১০০, পাপে ধ্বংস হবে মমতা', হুঙ্কার শুভেন্দুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অভয়ার মাকে মারধরের অভিযোগ, শুভেন্দু অধিকারীর নিশানায় পুলিশ । 'বাদ পড়লেন না অভয়ার মা ও বাবা, অভয়ার মায়ের মাথায় লাঠি মেরেছে মমতা পুলিশ' । 'গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ প্রতিবাদে জনগণের উপর অত্যাচার করল মমতা পুলিশ' । 'এর জবাব জনগণ ফিরিয়ে দেবে' । পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর অপচেষ্টায় পুরোপুরি সামিল' । 'ধিক্কার জানাই এই সরকার এই দলদাস পুলিশকে' । সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
আরও খবর..
নবান্ন অভিযানে ধুন্ধুমার। এরমধ্য়েই চাঞ্চল্য়কর অভিযোগ করলেন নিহত চিকিৎসকের মা-বাবা। নিহত চিকিৎসকের মায়ের অভিযোগ, তাঁর হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। কপালে মারা হয়েছে। রাস্তায় ফেলে মেরেছে পুলিশ। যদিও, মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। চিকিৎসার জন্য এদিন অভয়ার মা-বাবাকে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে হয়।
অভয়ার মাকে মারধরের অভিযোগ, কৌস্তভ বাগচীকে নিশানা কুণাল ঘোষের।'অভয়ার মাকে ধাক্কা দিচ্ছে বিজেপির ন্যাড়া নাড়ু, ক্যামেরায় মুখ দেখাবে বলে। বাবা-মাকে নিয়ে এই কুৎসিত নাটক, রাজনীতি যে হবে, গতকালই বলেছিলাম, মিলিয়ে নিন', কৌস্তভ বাগচীর নাম না করে সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের

















