Suvendu Adhikari: 'পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে', রাজ্য সরকারকে নিশানা আক্রমণ শুভেন্দুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: খিদিরপুরে বিধ্বংসী আগুন, 'ম্যান মেড' তত্ত্ব শুভেন্দু অধিকারীর । 'খিদিরপুরে ম্যান মেড অগ্নিকাণ্ড' । 'পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে' । রাজ্যে গোটা সিস্টেম ভেঙে পড়েছে, আক্রমণ বিরোধী দলনেতার । 'মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি' । 'মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমদের মুখ্যমন্ত্রী' । 'আগুন নেভাতে না পেরে, পুলিশ-দমকলকে ঘর ভাঙতে বলছেন' । 'রাত ১টায় আগুন লাগল, দমকল এল ভোর ৪টেয়' । তৃণমূল কংগ্রেস মানে টাকা মারার কোম্পানি' । 'মুখ্যমন্ত্রীর ওপর থেকে মানুষের আস্থা উঠে গেছে' । 'কলকাতায় র্যাকেট চলছে, ভাল জায়গায় আগুন লাগিয়ে বেচে দাও' । উনি গরিব মানুষের মুখ্যমন্ত্রী নন, ববি-সুজিত-কালিম গ্রুপের মুখ্যমন্ত্রী' । 'বিধানসভায় খিদিরপুরে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলব'
আরও খবর...
ছাব্বিশের আগে উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে শাসক কোন্দল। 'পার্থ ভৌমিক এই জেলায় চাবি ঘোরানোর কে?' 'কেন পার্থ ভৌমিকের কথা মতো জেলার কাজ চলবে?' জেলা সভাপতির সামনে পার্থ ভৌমিককে সম্পর্কে ক্ষোভপ্রকাশ মমতা ঠাকুরের । দিল্লি যাওয়ায় বনগাঁ সাংগঠনিক জেলার প্রথম বৈঠকে থাকতে পারেননি মমতা ঠাকুর । জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসকে বৈঠক পিছনোর অনুরোধ মমতা ঠাকুর। পার্থ ভৌমিকের নির্দেশে ওই বৈঠক হয়ে গেছে, মমতা ঠাকুরকে জানান বিশ্বজিৎ দাস। ঘটনা ঘিরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। 'এই নিয়ে জেলা সভাপতি কথা বলবেন' । বিতর্ক এড়িয়ে প্রতিক্রিয়া পার্থ ভৌমিকের।



















