Firhad Hakim: জল জমা ঘিরে সংঘাত, মেয়রের ফোনে মানভঞ্জন, ইস্তফা দিচ্ছেন না তারক সিংহ
বৃষ্টির বড় ঘাটতির পর সবে ভেজা শুরু করেছে তিলোত্তমা। তারপর এবার পরপর কয়েকদিন বৃষ্টির ভালই পূর্বাভাস রয়েছে। কিন্তু কলকাতা আছে কলকাতাতেই। প্রায় প্রতিবছরের মতো এবারও সেই জমা জল (Water Logging) নিয়ে সমস্যা পিছু ছাড়ছে না। আর এবার জল ঘোলা হয়েছিল মূলত জল জমা নিয়েই। মেয়রের সঙ্গে মেয়র পারিষদের মধ্যে মোড় নিয়েছিল সংঘাত। শহরে জল জমা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন খোদ মেয়র। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'সরকারি সিস্টেমই খারাপ, ফুটবলের মতো শুধু একে অপরকে পাস করে।' তবে এখানেই শেষ নয়, মেয়র পারিষদ তারক সিংহের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এরপরেই গতকাল তারক সিংহর প্রতিক্রিয়া আসে, 'আগামীকালই পদত্যাগ করব।' তবে সেই আগামীকালটা আসলে আজই। যদিও ২৪ ঘণ্টায় ছবিটা বদলেছে। জমা জলের নয়। মেয়রের সঙ্গে মেয়র পারিষদের সংঘাতের। মেয়রের ফোনে হয়েছে মানভঞ্জন, পদত্যাগ করছেন না তারক সিংহ (Tarak Singh)।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)