SSC News: 'সাত বছর পর পরীক্ষায় বসতে পারছি না, স্বপদে সবেতনে বহাল করা হোক আমাদের', চাবি চাকরিহারাদের
ABP Ananda LIVE : ০ মে নিয়োগের বিজ্ঞপ্তি। ঘোষণা সরকারের। আগে রিভিউ পরে পরীক্ষা। প্রতিক্রিয়া শিক্ষকদের। 'পাখির চোখ রিভিউ। পরীক্ষা সেকেন্ডারি। কাল বলা উচিত ছিল মুখ্যমন্ত্রীর': চিন্ময় মণ্ডল। অযোগ্যদের অন্য দফতরে চাকরি। যোগ্যদের কী হবে? বিস্ফোরক আন্দোলনকারীরা।
ছাব্বিশের আগে পুরনো দল কংগ্রেসে ফিরছেন হুমায়ুন কবীর?
ছাব্বিশের আগে পুরনো দল কংগ্রেসে ফিরছেন হুমায়ুন কবীর? জল্পনা উস্কে বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'গত ২ মাস ধরে কংগ্রেস হাইকম্যান্ড থেকে যোগাযোগ করছে। এখনই কংগ্রেসে যাওয়ার প্রয়োজনীয়তা দেখছি না। মুর্শিদাবাদ জেলায় অনেক জুনিয়র দায়িত্বপালন করছেন। আমাকে না সরানো পর্যন্ত আমি তৃণমূলনেত্রীকে ছেড়ে যাব না। সাওনী সিংহ রায়, অপূর্ব সরকার, আবু তাহের, খলিলুর রহমান রাজনীতিতে আমার জুনিয়র। জেলার রাজনীতিতে সম্মান পাচ্ছি না, আমি ব্রাত্য হয়ে গেছি। জেলায় অনেকের থেকে আমার যোগ্যতা বেশি। প্রমাণ-সহ রিপোর্ট দিয়ে তৃণমূলনেত্রীকে বোঝাব'।



















