এক্সপ্লোর
TET Protest Update: দাঁতে দাঁত চেপে অনশন, একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন আন্দোলনকারীরা
আন্দোলনের ৮১ ঘণ্টা, অনশনের ৫৮ ঘণ্টা পার, অনড় আন্দোলনকারীরা। হাইকোর্টের নির্দেশের পরেই করুণাময়ীতে পুলিশি তৎপরতা তুঙ্গে। আন্দোলনকারীদের দ্রুত এলাকা ছাড়তে মাইকে হুঁশিয়ারি। হুঁশিয়ারির মুখেও অনড় আন্দোলনকারীরা, একের পর এক অসুস্থ। চাকরির দাবিতে আন্দোলনে অনড় ’১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। করুণাময়ীতে ৪দিনে অনশন আন্দোলনে ২০১৪-টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। পুলিশের হুঁশিয়ারির পরেও আন্দোলন তুলে নিতে অস্বীকার চাকরিপ্রার্থীদের
জেলার
প্রতি বছরের মতো এবছরও কলকাতার বুকে পালিত হল 'বিজয় দিবস',উপস্থিত ছিলেন রাজ্যপাল
আরও দেখুন

















