Agnimitra Paul: 'দুর্নীতি, পরিবারবাদের বিরুদ্ধে এই জনপ্লাবন', অমিত শাহের সভা থেকে তৃণমূলকে নিশানা অগ্নিমিত্রার
'জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থ চট্টোপাধ্য়ায় দুর্নীতির দায়ে জেলে। ক্ষমতা থাকলে এদের সাসপেন্ড করুন দল থেকে। এখন দুর্গানাম জপ করছেন, ভাইপোর নাম এরা না মুখে আনে', মঞ্চ থেকে একেবারে নাম করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ অমিত শাহের। কলকাতায় মঞ্চে তাঁকে স্বাগত জানানো হয় ভারতমাতা কী জয়, স্বাগতম অমিতজি ধ্বনির মাধ্যমে। মঞ্চে উঠেই তিনি উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, '২০২৪-এ মোদি সরকারকে ফিরিয়ে আনতে হবে। সেই সঙ্গে ২০২৬-এ বাংলায় বিজেপির সরকার গড়তে হবে'। দর্শকের প্রতিক্রিয়া শুনে শাহ বললেন, বিজেপির ১৮ জন সাংসদ ও ৭৭ জয় বিধায়ককে জিতিয়েছে বাংলা। এতেই বোঝা যাচ্ছে, বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। আর আজ এই সভা থেকে কী বার্তা দিলেন অগ্নিমিত্রা পাল, শুনে নিন
![Kolkata News: বিবাদী বাগে অস্ত্রের দোকানে হানা STF-এর, কী বললেন শুভেন্দু? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/d55edc6b8433947276a9116b4a196e7c1739639652202967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)