এক্সপ্লোর
TMC: "যারা এসব বলছে তাঁরা নিজেরাও ওই চুরির টাকার ভাগ পেয়েছেন", তৃণমূল নেতার হুমকির পাল্টা দিলীপ
রামপুরহাট, ইলামবাজারের পর এবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় নেমে ফের হুমকি তৃণমূল নেতার। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "যারা এসব বলছে তাঁরা নিজেরাও ওই চুরির টাকার ভাগ পেয়েছেন। এঁদের মধ্যে অনেকেই ডাক পাবেন। ভিতরে যাবেন। বীরভূমের মানুষ পরিবর্তন চাইছেন।"
জেলার
মনোস্কামনা পূরণের আশায় আজ গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী
আরও দেখুন




















