Firhad On Fake Voter : এজেন্সি দিয়ে কাজ করলে এই হয়। ভুয়ো ভোটার প্রসঙ্গে বিজেপিকে নিশানা ফিরহাদের
ABP Ananda Live: যারা ভুয়ো কাজে যুক্ত, তারা এই ধরনের কাজ করে। এজেন্সি দিয়ে কাজ করলে এই হয়। ভুয়ো ভোটার প্রসঙ্গে বিজেপিকে নিশানা ফিরহাদের।
Balochistan Train Hijack: পাকিস্তানে যাত্রী সমেত ট্রেন হাইজ্যাক, বিস্ফোরণ ঘটানোর হুমকি, নিহত ৬ পাক সৈনিক
পাকিস্তানের বালুচিস্তান সীমানায় হাইজ্যাক করা হল ট্রেন। ৫০০ যাত্রী-সহ পাকিস্তানে ট্রেন ছিনতাই করল দেশের বিচ্ছিন্নতাকামী সংগঠন Baloch Liberation Army. পাক সরকার যদিও ওই সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবেই গণ্য করে। ৫০০-র মধ্যে শতাধিক যাত্রীকে BLA পণবন্দি করেছে বলে খবর। পণবন্দি হওয়া যাত্রীদের মধ্যে পাক সেনা-সহ সাধারণ মানুষ রয়েছেন বলে জানা যাচ্ছে। ট্রেন হাইজ্যাক করার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। পাক সেনার বেশ কয়েক জন রয়েছেন ট্রেনে। রেললাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেনটিকে হাইজ্যাক করা হয় বলে খবর। গুলিতে কিছু যাত্রী আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। (Pakistan Train Hijack)
শুধু তাই নয়, সেনা অভিযান চালিয়ে পণবন্দিদের উদ্ধারের চেষ্টা করলে, গোটা ট্রেনই উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে BLA. দু'পক্ষের সংঘর্ষে ছয় পাক সৈনিক নিহত হয়েছেন বলে দাবি বালোচ লিবারেশন আর্মির। (Balochistan Train Hijack)



















