Bhangar News: ভাঙড়ে তৃণমূল নেতা হত্যায় গ্রেফতার তৃণমূল নেতা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা । তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে ৩ দিনের মাথায় জালে দলেরই নেতা । ধৃত মোফাজ্জল মোল্লা খুনের মাস্টারমাইন্ড, দাবি পুলিশ সূত্রে । খুনের পর ঘটনাস্থলেই ছিল মোফাজ্জল মোল্লা! ভাইরাল ভিডিও । তৃণমূল বিধায়ক সওকত মোল্লার পিছনেই দাঁড়িয়েছিল মোফাজ্জল মোল্লা । খুনের সময়েও ঘটনাস্থলে ছিল ধৃত মোফাজ্জল মোল্লা, পুলিশ সূত্রে খবর । এলাকা দখলকে কেন্দ্র করে ২ জনের বিবাদ, পুলিশ সূত্রে খবর । আর্থিক লেনদেন সংক্রান্ত গন্ডগোলের জেরেই খুন, অনুমান পুলিশের । ঘটনায় আর কারা জড়িত? আর কারা ছিলেন ঘটনাস্থলে? টাওয়ার ডাম্পিং সিস্টেমের সাহায্য নিচ্ছে পুলিশ । বৃহস্পতিবার রাতে খুন সওকত-ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজ্জাক খান
আরও খবর...
IIM জোকায় ধর্ষণের অভিযোগ, CC ফুটেজ চাইল পুলিশ। ক্যাম্পাসের সমস্ত CC ক্যামেরার ফুটেজ চাইল পুলিশ। রাস্তায় লাগানো CC ক্যামেরার তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে: সূত্র। ক্যাম্পাসের কোথায় কোথায় গিয়েছিলেন তরুণী, জানতে চায় পুলিশ। মনোবিদকে কে নিয়ে গেছিলেন, জানার চেষ্টা পুলিশের। হস্টেলের যে ঘরে নির্যাতনের অভিযোগ, সেই রুম সিল। ঘটনাস্থল থেকে নুমনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের। জোকার IIM ক্যাম্পাসে 'ধর্ষণ', তদন্তে সিট গঠন পুলিশের। ৯ সদস্যের সিট গঠন রাজ্য পুলিশের। অভিযুক্তের পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার মেডিকো লিগাল টেস্ট করানো হবে: সূত্র। IIM জোকায় কাউন্সেলিং করতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ। বেহুঁশ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার IIM জোকার পড়ুয়া।

















