Kartik Maharaj: 'ঘাড় ধরে ঢুকিয়ে দেব এই ভয়ে আসেননি কার্তিক মহারাজ', আক্রমণ হুমায়ুন কবীরের
Humayun Kabir: মমতার পর হুমায়ুন, ফের শাসকদলের নিশানায় কার্তিক মহারাজ । হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে কার্তিক মহারাজকে আক্রমণ । বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্পাদককে আক্রমণে হুমায়ুন কবীর । কার্তিক মহারাজকে তীব্র আক্রমণে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । 'SP থাকার সময় ডেকে পাঠিয়েছিলাম, ভয়ে আসেননি কার্তিক মহারাজ' । 'ঘাড় ধরে ঢুকিয়ে দেব এই ভয়ে ডাকার পরেও আসেননি কার্তিক মহারাজ' । সাগরদিঘি গিয়ে কার্তিক মহারাজকে তীব্র আক্রমণে ডেবরার তৃণমূল বিধায়ক।
বহুতল বিপর্যয়ে তোলপাড়ের মধ্যেই এবার শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ
১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িই অবৈধ। সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বাড়ির একটি ফ্লোর অবৈধ, দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। আগে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েও পরে বৈধ বলে ঘোষণা পুরসভার। এমনই গুরুতর অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।



















