Abhishek Banerjee: 'আমরা বিশ্বাস করি জনগণের গর্জনে', একুশে জুলাইয়ের সভা থেকে বললেন অভিষেক।
ABP Ananda Live: 'আত্মতুষ্টির কোনও জায়গা নেই'। '২০১৫-য় ধর্মতলায়(Dharmatala) মিটিং করে বলেছিল, ভাগ মমতা ভাগ'। 'আজ বাংলার মানুষ নরেন্দ্র মোদিকে হারিয়ে উচিত শিক্ষা দিয়েছে'। 'বিজেপির নেতারা তৃণমূলের সঙ্গে লড়াইয়ে না পেরে ১০০ দিনের টাকা বন্ধ করেছে'। 'গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছে'। 'বাংলার মানুষ বিজেপিকে (BJP)উচিত শিক্ষা দিয়েছে'। 'বিজেপি নেতারা বলেছিল, তৃণমূলকে টাইট দেবে'। ''বিজেপি (BJP)বলেছিল 'আব কি বার, ৪০০ পার''। 'বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়'(Mamata Banerjee)। 'বিজেপির কাছে সিবিআই(CBI), ইডি(ED), অর্থ আছে, তৃণমূলের আছে জনগণের শক্তি'। '২০১৪ থেকে সিবিআই-ইডিকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে চেয়েছে'। 'কিন্তু বিজেপি নেতার আসলে বাংলাকে ছোট করেছে'। 'সন্দেশখালিকে হাতিয়ার করে বাংলাকে অপমান করেছে বিজেপি'। 'সেই সন্দেশখালি থেকে তৃণমূল ৩ লক্ষের বেশি ভোটে জিতেছে তৃণমূল'। 'এই লড়াই থেকে তৃণমূল এক ইঞ্চি সরেনি, এক ছটাক জমি ছাড়বে না'।
![Suvendu Adhikari : আনসারুল্লা বাংলার জঙ্গি নেতা হরিহরপাড়ায়, জানতে পারল না পুলিশ: শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/bff5cd4f1046aeceb7bf1d33c9e380211739891210626968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: বড়তলা থানা এলাকায় ফুটপাথবাসী ৭ মাসের শিশুকে নির্যাতনের চেষ্টা, ফাঁসির সাজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/f7953449dcc361254e6e1659b07aeb6b1739890905835968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Health News: মানুষ মরছে, মরতে দাও, আপনাদের কী!আপনারা ভোট নিয়ে চিন্তিত,ভোটারদের নিয়ে নয়!: হাইকোর্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/169b50a2aca62fe2c58d438caaf8f9241739889693253968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Saline Contro: মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন-বিতর্ক। কোনও গলদ ছিল না, বলে দাবি মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/21d2f9d156dcfbd45a49e12d1c1979701739889058936968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![South 24 Parganas News: বজবজে ট্রাফিকে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে ধারালো অস্ত্র দিয়ে হামলা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/776648a6293758109b13f83fb6c5e45e1739888747598968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)