Tmc MLA: 'ভুয়ো ভোটার ভোট দিয়ে গেলে, তার হাত-পা কি গোটা থাকবে?', বিস্ফোরক পাণ্ডবেশ্বরের বিধায়ক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'ভূত' ধরতে এবার হাত-পা ভাঙার দাওয়াই! লাউদোহায় ভুয়ো ভোটার ধরতে বিস্ফোরক পাণ্ডবেশ্বরের বিধায়কের । 'বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই' । 'পাণ্ডবেশ্বরে ভুয়ো ভোটার ভোট দিয়ে গেলে, তার হাত-পা কি গোটা থাকবে?' 'হরিয়ানা থেকে এসে বাংলায় ভোট দিয়ে যাবে, আমি বসে থাকব' । হুঁশিয়ারি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের নরেন্দ্রনাথ চক্রবর্তীর
হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন
হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন। নিহত কুমার গৌরব NTPC-র ডেসপ্যাচ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার। হাজারিবাগ থেকে ফাতাহার যাওয়ার পথে গুলি করে খুন। ঝাড়খণ্ডের হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন। নিহত কুমার গৌরব ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ডেসপ্যাচ বিভাগের DGM. তাঁর কর্মস্থল ছিল হাজারিবাগের কেরেদারিতে। হাজারিবাগ থেকে ফাতাহার দিকে যাচ্ছিলেন NTPC-র ওই আধিকারিক। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কে বা কারা, খুন করল, খতিয়ে দেখছে হাজারিবাগ থানার পুলিশ।
যাদবপুরকাণ্ডের তদন্তে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর বাড়িতে পৌঁছল পুলিশ। ওমপ্রকাশ মিশ্রর বয়ান রেকর্ড করতে পৌঁছল যাদবপুর থানার পুলিশ। হাইকোর্টের নির্দেশে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া FIR-এ নাম।রয়েছে ব্রাত্য-ওমপ্রকাশের। তদন্তে ওমপ্রকাশের কালিকাপুরের বাড়িতে পৌঁছল পুলিশের টিম


















