Sougata Roy: যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে, সহ্য করা যায় না: সৌগত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অরূপের সুরে এবার সৌগত, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি । তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে?' । 'প্রেসিডেন্সির মতো এখানেও এখনও পুলিশ নিয়ে ভাবতে হবে' । প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজার খানেক পুলিশ ঢুকে যাবে' । ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে কেউ সমবেদনা দেখাত না' । যাদবপুর তো বাংলার বাইরে নয়, কেউ গেলেই গাড়ি ভাঙবে' । যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে, সহ্য করা যায় না' । তারপর থেকে ওরা আর আসবে না, বামেদের হুঙ্কার তৃণমূল সাংসদের
যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র
এবার যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র। দিলীপের সুরেই এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র। যাদবপুরে তৃণমূলের হুমকির পরে এবার আসরে ABVP। যাদবপুরে নৈরাজ্যের পরিস্থিতি, অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। 'SFI অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বলেই কি তাদের সাহায্য করার চেষ্টা? যাদবপুরের মতো প্রতিটি ক্যাম্পাসে একই অবস্থা', যাদবপুরে ঢুকতে বাধা, সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি ABVP-র
ইঞ্জেকশন দেওয়ার পর ফের অসুস্থ প্রসূতি। ইঞ্জেকশন দেওয়ার পর শুরু শ্বাসকষ্ট ও কাঁপুনি। কোনও কোনও প্রসূতির জ্বরও আসে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা। তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত। ওই ইঞ্জেকশন পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের

















