Babul Supriyo: তৃণমূলে রাশ কার হাতে? বিতর্কের মধ্য়ে বার্তা বাবুলের
ABP Ananda Live: 'তৃণমূলে মমতাই নেত্রী, সেনাপতি অভিষেক'। ফ্যামের সভায় দলীয় কর্মীদের ব্যাকরণ শেখালেন বাবুল সুপ্রিয়। তৃণমূলে রাশ কার হাতে? বিতর্কের মধ্য়ে বার্তা বাবুলের। তৃণমূলের যুবদের দলের ব্যাকরণ বুঝিয়েছি, বললেন বাবুল। 'মমতা এবং অভিষেকের বদলে যারা মমতা বনাম অভিষেক বলছে তাদের থেকে সাবধানে থাকুন' । ফ্যামের সভায় দলীয় কর্মীদের বার্তা দেবাংশু ভট্টাচার্যর।
এয়ার ইন্ডিয়ার কলকাতাগামী বিমানে 'বোর্ডিং পাস থাকা সত্ত্বেও মেলেনি বসার জায়গা ' ! বিস্ফোরক অভিযোগ শান্তনু সেনের
এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে কলকাতাগামী বিমানে একই সিটের বোর্ডিং পাস ২ জনকে দেওয়ার অভিযোগ। বোর্ডিং পাস থাকা সত্ত্বেও বসার জায়গা না পাওয়ার অভিযোগ তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের। এয়ার ইন্ডিয়া ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে আক্রমণ শান্তনু সেনের।




















