TMC News: ফের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা !গ্রেফতার TMC পঞ্চায়েত প্রধানের ২ পিসতুতো ভাই
ABP Ananda LIVE : ফের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা!গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ২ পিসতুতো ভাই ।টাকা নেওয়ার ভিডিও ভাইরাল ।নদিয়ার চাপড়া থানার দুই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ।২ যুবক ১৬ লক্ষ টাকা দেন, দাবি অভিযোগকারীদের ।বন দফতরের চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ।নদিয়ার কোতোয়ালি থানার চর শম্ভুনগরের দুই ভাই গ্রেফতার ।ধৃত তারক বিশ্বাস ও বীরেশ বিশ্বাস রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাই ।টাকা দেওয়ার ছবি মোবাইলে তুলে রাখেন, দাবি অভিযোগকারীদের ।চাকরির ভুয়ো অফার লেটার দেওয়া হয় বলে অভিযোগ ।প্রশিক্ষণের নামে দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়, কিন্তু চাকরি হয়নি । টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা, দাবি অভিযুক্তদের ।
আধিকারিককে বেধড়ক মার, বন্ধ হয়ে গেল অকল্যান্ড জুট মিল ! কর্মহীন বহু শ্রমিক
আধিকারিককে বেধড়ক মার, বন্ধ হয়ে গেল অকল্যান্ড জুট মিল। আক্রান্ত অকল্যান্ড জুট মিলের প্রোডাকশান ম্যানেজার । 'হামলায় অভিযুক্তরা সবাই তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত'।জগদ্দলের অকল্যান্ড জুট মিলে হামলায় অভিযোগ বিজেপির । মিলের মধ্যেই শ্রমিকদের মার, হাসপাতালে ভর্তি মিল আধিকারিক । মিল আধিকারিককে মার, বন্ধ করা দেওয়া হল অকল্যান্ড জুট মিল । অশান্তির জেরে বন্ধ জুট মিল, কর্মহীন প্রায় ৪ হাজার শ্রমিক। তোলাবাজিতে সবাই অতিষ্ঠ, অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংহের।

















