(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar News: আর জি কর-কাণ্ডে একজোটে প্রতিবাদের পর তৃণমূল প্রার্থীর সমর্থনে ময়দানের ৩ প্রধানের কর্তা!
ABP Ananda Live: বাংলার ফুটবল ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আর জি কর-কাণ্ডে একজোটে প্রতিবাদের পর তৃণমূলপ্রার্থীর সমর্থনে ময়দানের ৩ প্রধানের কর্তা! নৈহাটির তৃণমূল প্রার্থীর সমর্থনে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডান। ময়দানের ৩ প্রধানের সমর্থন বার্তা পোস্ট তৃণমূল কংগ্রেসের। নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে-র সমর্থনে বার্তা রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থারওসোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট তৃণমূল কংগ্রেসের।
'সরকারই আমাকে ফাঁসাচ্ছে', বিস্ফোরক আর জি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়। 'আমাকে বলতে দেওয়া হচ্ছে না, আমি রেপ-মার্ডার করিনি', দাবি সঞ্জয় রায়ের। আর জি কর কাণ্ডে ধৃত ৮৭ দিনের মাথায় শুরু বিচারপ্রক্রিয়া। সুপ্রিম-শুনানির আগের দিন আজ আর জি কর-মামলার জোড়া শুনানি। ধর্ষণ-খুনের ৮৭ দিনের মাথায় আজ আর জি কর মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরুর সম্ভাবনা। চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় প্রথম চার্জশিটে নাম রয়েছে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের। আজ শিয়ালদা আদালতে শুরু হতে পারে চার্জ গঠনের প্রক্রিয়া। অন্যদিকে আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি শেষ। আদালতে আনা হল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। সন্দীপ-ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকেও আলিপুর আদালতে পেশ। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল সহ বাকিদের ভার্চুয়ালি আদালতে পেশ।