TMC News: বাঁধা ভাঙা নিয়ে প্রশ্নের মুখে অকথ্য গালিগালাজ সাবিত্রী মিত্রের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবার কুকথা বিতর্কে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। বাঁধা ভাঙা নিয়ে প্রশ্নের মুখে অকথ্য গালিগালাজ সাবিত্রী মিত্রের। বিধায়কের কুকথা, ভাইরাল অডিও ঘিরে তুঙ্গে বিতর্ক। 'কোটি কোটি টাকা খরচে তৈরি বাঁধ ভাঙল কেন?' প্রশ্নের মুখে মেজাজ হারিয়ে গালিগালাজ তৃণমূল বিধায়কের। অনুব্রত মণ্ডলের পর এবার সাবিত্রী মিত্রর কুকথা ঘিরে বিতর্ক।
বিতর্কের মুখে গালিগালাজের কথা স্বীকার তৃণমূল বিধায়কের।
জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে ভয়ঙ্কর মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে মৃত অন্তত ১০ জন, জোরকদমে চলছে উদ্ধারকাজ
মেঘভাঙা বৃষ্টি হয়েছে জম্মু ও কাশ্মীরের চাশোটি এলাকায়। আর তার জেরে হড়পা বানও এসেছে কিশতোয়ারের এই জায়গায়। ইতিমধ্যেই অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলাকারী দল। প্রসঙ্গত উল্লেখ্য, এই চাশোটি এলাকা থেকেই শুরু হয় পবিত্র মাচাইল মাতা যাত্রা। অন্যদিকে কিশতোয়ারে রয়েছে হিমালয়ের অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান মা চণ্ডীর মন্দির। সেখানে যাওয়ার জন্য এই চাশোটি-ই হল শেষ গ্রাম যেখানে যানবাহন যেতে পারে। এরপর থেকে পায়ে হেঁটে যাত্রা করতে হয়। মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে হড়পা বানের ফলে আপাতত এবছরের মাচাইল মাতা যাত্রা স্থগিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।


















