![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
WB Flood:টানা বৃষ্টি ও DVC-র ছাড়া জলে পশ্চিমবঙ্গে একাধিক জেলা প্লাবিত।এই নিয়ে চড়ছে রাজনীতির পারদও
ABP Ananda LIVE: টানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে পশ্চিমবঙ্গে একাধিক জেলা প্লাবিত। এই নিয়ে চড়ছে রাজনীতির পারদও। জেলায় জেলায় জল যন্ত্রণার জন্য ডিভিসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। সেই দাবি উড়িয়ে দিয়ে একাধিক জেলায় প্লাবন পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই পাল্টা দায়ী করেছেন বিরোধী দলনেতা।
দেশের একমাত্র শহর কলকাতায় চলে ট্রাম। যা এবার কার্যত বন্ধ হওয়ার মুখে। একাধিক রুটে ইতিমধ্যেই বন্ধ হয়েছে পরিষেবা। আর এবার প্রায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর। পরিবহন দফতরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মডেল হিসেবে ট্রাম চলবে শুধু এসপ্লানেড থেকে ময়দান রুটে। শহরের বাকি সব রুটে বন্ধ হয়ে যাবে ট্রাম পরিষেবা। দুর্ঘটনা এড়াতে তুলে দেওয়া হবে ট্রাম লাইনও। এপ্রসঙ্গে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "এসপ্লানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যাঁরা কলকাতায় আসবেন তাঁরা চাপবেন। একটি জনস্বার্থ মামলা চলছে। কোর্টও জানতে চেয়েছে আমাদের সিদ্ধান্ত। বাকি কোনও রুটে ট্রাম চলবে না। লাইনও তুলে ফেলব। রাস্তা বাড়েনি। যান বেড়েছে। তাই যানজট হচ্ছে। এভাবে ট্রান চালানো অসম্ভব।''
![Kolkata News : টালিগঞ্জের গ্রাহামস রোডে ভ্যাটের মধ্যে যুবতীর মাথা!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/13/fb06f19276b2d28bb21eca209817ebde1734111197412535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![RG Kar : সন্দীপ-অভিজিতের জামিন।'এই মুহূর্তে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি', জানালেন চিকিৎসক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/13/62d395c29a3d5d1914280f64cdebbc491734109272955535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB News : 'নির্মমতম নির্যাতনের শিকার হয়েছিল মেয়েটি', ফারাক্কার ঘটনায় জানালেন ADG সুপ্রীতিম সরকার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/13/b24934d3fc92092b3bb42d1805370f0c1734108526509535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB news : ফরাক্কায় নাবালিকাকে নিপীড়ণের ঘটনায় ফাঁসির সাজা। দোষী সাব্যস্ত আরওএকজনের যাবজ্জীবন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/13/4ebdcdfa1396c7986b01d9a489c391b81734108035059535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![NIA Raid: জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সঙ্গে যোগ সন্দেহে দেশের ৮টি রাজ্যের ১৯ টি জায়গায় তল্লাশি NIA-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/13/19aa213ea8e933cf64eb6dbf0d9851bd1734107979470968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)