![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kunal Ghosh: তৃণমূলের সংগঠনে রদবদল? 'গোটা বিষয়টাই সাংগাঠনিক', কী বললেন কুণাল?
ABP Ananda Live: অভিষেকের সওয়ালে 'চাঙ্গা' তৃণমূলের বীরভূম কোর কমিটি। ১৬ নভেম্বর বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক। মমতার নির্দেশে অনুব্রতর উপস্থিতিতেই হবে কোর কমিটির বৈঠক। ১৬ নভেম্বর বৈঠকের ডাক দিলেন বীরভূম কোর কমিটির আহ্বায়ক। বীরভূমে কোর কমিটি থাকা উচিত, গতকালই সওয়াল অভিষেকের।অভিষেকের সওয়াল, মমতার নির্দেশে ১৬ তারিখ কোর কমিটির বৈঠক। কেষ্ট ফিরলেও, কাজলের কোর কমিটিতেই আস্থা অভিষেকের। ১৬ নভেম্বর কোর কমিটির বৈঠক, থাকার কথা কেষ্ট-কাজল শেখের।
আরও খবর, এবার নন্দীগ্রামে বিরোধী দলনেতার গড়েই বিজেপির কোন্দল প্রকাশ্যে এল। দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রায় ৬৫ লক্ষ টাকা নয়ছয় ও দুর্নীতির অভিযোগে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হলেন নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিজেপির নেতা, পদাধিকারীরা। সেপ্টেম্বর মাসে নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে এলাকা উন্নয়ন প্রকল্প-সহ প্রায় ৬৫ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি প্রধান দীনবন্ধু মণ্ডল। পাল্টা প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেন পঞ্চায়েত সচিব নীলকমল দাস। গত ১৯ অক্টোবর পুলিশ পঞ্চায়েত সচিবকে গ্রেফতার করে। বিজেপি প্রধানকে গ্রেফতার নয় কেন, এই প্রশ্ন তুলে গতকাল থানায় যান তাঁরই দলের নেতারাই। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
![Bangladesh News: ইউনূসের শাসনাধীন বাংলাদেশে বিদ্বেষই যেন বীজমন্ত্র ! রেহাই পাচ্ছে না ভারতীয় কৃষকদের ফসলও | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/12/7b18dce43941ea463663c4301560e1801736651152652894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)