WB SIR : SIR আবহেই, BLO-দের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, স্বরগরম অনুষ্ঠানে কী মতামত বিরোধীদের?
ABP Ananda LIVE : BLO-দের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরুর প্রথম দিনেই ছন্দপতন! কমিশনের আশ্বাসের পরেও অন ডিউটি ছাড় নিয়ে অস্পষ্টতা। মঞ্চে উঠে বিক্ষোভ।SIR বিরোধিতায় সরব খোদ BLO! নদিয়ার শান্তিপুরে এক BLO-র ভূমিকায় বিতর্ক। প্রকাশ্যে SIR ও NRC-র বিরোধিতার অভিযোগ প্রসেনজিৎ সাহা নামে ওই BLO-র বিরুদ্ধে। প্রকাশ্যে SIR-বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগ ওই BLO-র বিরুদ্ধে। যে নিজেই SIR-এর বিরোধী, তিনি কীভাবে নিরপেক্ষভাবে কমিশনের কাজ করবেন? প্রশ্ন বিজেপির। 'আমার রাজনৈতিক মতামত এবং আমার সরকারি দায়িত্ব, সম্পূর্ণ আলাদা বিষয়', দাবি BLO প্রসেনজিৎ সাহার।
আরও খবর...
BLO-দের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ তথাগত রায়ের
BLO-দের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ তথাগত রায়ের। 'বাংলার SIR-এর জন্য অন্য রাজ্য থেকে BLO-দের আনা হোক। এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া উচিত বিজেপির', ত্রিপুরা ও অসম থেকে বাংলাভাষী BLO-দের আনার দাবি তথাগত রায়ের। 'শোনা যাচ্ছে, BLO-দের ঘিরে থাকবে ৩-৪ জন করে তৃণমূল ক্যাডার', BLO-দের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ তথাগত রায়ের।






















