Mithun Chakraborty: 'মার খেয়ে বাড়ি আসবেন না, পারলে মারবেন', আরামবাগে হুঙ্কার মিঠুনের
ABP Ananda LIVE: ছাব্বিশের ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় মিঠুন বাঙালি বনাম বাংলাদেশি বিতর্কে ফের তৃণমূলকে আক্রমণে মিঠুন । 'ভিন রাজ্যে কখনও কোনও বাঙালির সমস্যা হয়নি' । একের পর এক কর্মিসভার মধ্যেই ফের হুঙ্কার মিঠুন চক্রবর্তীর। 'মার খেয়ে বাড়ি আসবেন না, পারলে মারবেন'। আরামবাগে গিয়ে বিজেপি কর্মীদের সামনে হুঙ্কার মিঠুনের। 'এই সরকার দুর্নীতিগ্রস্ত, রাজ্যে মহিলাদের কোনও সুরক্ষা নেই', আক্রমণ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর।
RG Kar Update: আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ১ বছর, ৯ অগাস্ট ফের রাত দখল, 'কালীঘাট চলো'-র ডাক অভয়া মঞ্চের
অগাস্টে তিন তিনটি কর্মসূচির ঘোষণা করল অভয়া মঞ্চ। পয়লা অগাস্ট CGO অভিযান, ৯ অগাস্ট, 'কালীঘাট চলো' এবং ১৪ই অগাস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হল। এদিকে, 'কালীঘাট চলো'র অনুমতি না মেলায় ফের কলকাতা পুলিশকে ইমেল করল 'অভয়া মঞ্চ'।
CGO অভিযান... 'কালীঘাট চলো' থেকে ফের রাত দখলের ডাক। আর জি কর-কাণ্ডের এক বছরে ত্রিফলা আন্দোলনের ঘোষণা করল অভয়া মঞ্চ। ৯ অগাস্ট, আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ১ বছর। ওইদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। আর কালীঘাট চলোর ডাক দিয়েছে অভয়া মঞ্চ!

















