WB News : ডানকুনিতে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে 'জয় বাংলা' স্লোগান
ABP Ananda Live: সিঙ্গুর যাওয়ার পথে ডানকুনিতে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে জয় বাংলা স্লোগান। বিরোধী দলনেতার কনভয় লক্ষ্য করে চোর চোর বলে স্লোগান। 'যত দেখাবি তত আ,সব, যদি বাপের ব্যাটা হোস, বাবা-মায়ের নাম ঠিক থাকলে আমার সামনে এসে দাঁড়া ।' কোচবিহারে করেছিল পরের দিন বারাসাতে সাইজ করেছে বিজেপির কর্মীরা,'।
আরও খবর...
লোকসভা ভেঙে দিয়ে গোটা দেশে SIR হোক, দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
লোকসভা ভেঙে দিয়ে গোটা দেশে SIR হোক। দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রধানমন্ত্রীকে লোকসভায় তৃণমূলের দলনেতার কটাক্ষ, আপনি থাকবেন পদে, আর বাংলায় SIR হবে, তা হবে না। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মঙ্গলবারও সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় INDIA জোট। সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে প্রতিবাদে যোগ দেন তৃণমূল সাংসদ, মালা রায়, শতাব্দী রায়, কীর্তি আজাদরা।

















