Burdwan News: বাড়িতে কেউ না থাকার সুযোগ, বর্ধমানে একাধিক ফ্ল্যাটে চুরি, চম্পট দেয় দুষ্কৃতীরা
ABP Ananda Live: বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বর্ধমানে একাধিক ফ্ল্যাটে চুরি। ২টি ফ্ল্যাটে চুরির পর আরও ১টি ফ্ল্যাটে চুরির চেষ্টা। বর্ধমানের রেনেসাঁ উপনগরীর ১০, ১১ ও ১২ নম্বর টাওয়ারের ২টি ফ্ল্যাটে চুরি। ১০ নম্বর টাওয়ারের ফ্ল্যাটের বাসিন্দা শ্রাবণী মল্লিক গেছেন মহাকুম্ভে, সেই সুযোগ নিয়ে ফ্ল্যাটে চুরি দুষ্কৃতীদের। ১২ নম্বর টাওয়ারের ফ্ল্যাটের বাসিন্দা মিষ্টু ভৌমক কর্মসূত্রে গেছিলেন দুর্গাপুর, ফ্ল্যাটে না থাকার সুযোগ নিয়ে চুরি। নগদ ৩৫ হাজার টাকা ও রুপোর কয়েন লুঠ দুষ্কৃতীদের। ১১ নম্বর টাওয়ারের ফ্ল্যাটে তালা ভেঙে চুরি করতে গেলে ঘুম ভেঙে যায় আবাসিকদের, চম্পট দেয় দুষ্কৃতীরা। রাতে থাকে না কোনও নিরাপত্তারক্ষী, অভিযোগ আবাসিকদের।
'সংবিধান, সংসদীয় ব্যবস্থা মানে না তৃণমূল' । 'সরস্বতী পুজোয় হামলা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে' । 'সশস্ত্র পুলিশ, আইপিএস-দের দিয়ে পুজো করাতে হয়েছে' । 'সরস্বতী পুজোয় বাধাদান নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলাম' । 'সোমবার স্বরাষ্ট্র দফতরের দিন, চার বছর হতে চলল মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী কোনও প্রশ্ন নেন না' । 'সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, কার্যবিবরণীর কাগজ ছিঁড়েছি' । 'বিজেপি বিধায়কদের টার্গেট করা হচ্ছে' । 'বিধানসভায় আজ না আসা সত্ত্বেও বিশ্বনাথ কারক সাসপেন্ড' । 'ওয়েলে না নামা সত্ত্বেও বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পাল সাসপেন্ড' । 'বিরোধী দলনেতা না থাকলে, মুখ্যমন্ত্রীকে বয়কট করবে বিজেপি' । কাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিধানসভার গেটে বক্তৃতা দেবেন বিরোধী দলনেতা' । 'এই রাজ্য সরকার আনসারুল বাংলার সরকার', মন্তব্য শুভেন্দুর



















