![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TMC Win Bypoll: চার কেন্দ্রের উপনির্বাচনে জিতল তৃণমূল, বিজয় মিছিল, আবিরখেলায় উল্লাস
লোকসভার পর প্রথম পরীক্ষাতেও জয়ের ধারা অব্যাহত রেখে ঝড় জোড়াফুলের। চার কেন্দ্রের উপনির্বাচনে জিতল তৃণমূল। বিজয় মিছিল, আবিরখেলায় উল্লাস।মানিকতলায় জয়ী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। পরাজিত কল্যাণ চৌবের সঙ্গে সৌজন্য বিনিময়। তেরো বছর পর বাগদায় ঘাসফুল। জয়ী মধুপর্ণা ঠাকুর। বিজেপি প্রার্থীর পিছনে জয় বাংলা স্লোগান তৃণমূলের।
সাধন পাণ্ডের ছায়ায় নয়, নিজের জায়গা তৈরি করতে চেয়েছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী, ভোট গণনা শেষের আগেই মন্তব্য মানিকতলা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের। ভোটের প্রচারে মায়ের পাশে দেখা না গেলেও, ভোট গণনার দিন কাউন্টিং সেন্টারে হাজির ছিলেন সুপ্তির মেয়ে শ্রেয়া পাণ্ডে। আমার মেয়ে গত ৩ বছরে এলাকায় যা কাজ করেছে, তা আর কেউ করেনি। ওর স্বপ্ন দেখা অন্যায় নয়। পরে প্রমাণ হবে ও কী করেছে, বিধানসভা উপনির্বাচনে মেয়ের টিকিট না পাওয়া নিয়ে মন্তব্য তৃণমূল প্রার্থীর। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী কল্য়াণ চৌবের জন্য খারাপ লাগে, প্রতিবার ভোটে দাঁড়িয়ে হেরে যান, কটাক্ষ করেন সুপ্তি। সন্ত্রাসের অভিযোগে ভোট গণনার দিনও পুনর্নির্বাচন চাইলেন বিজেপি প্রার্থী।
![ED Raid: ব্যাঙ্ক প্রতারণা মামলায় একযোগে সাঁড়াশি অভিযান চালাল ED](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/18/f2361600b17e46644619df5bdddb4dcf1734495317316535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Recruitment Scam: ইডির মামলায় জামিন, সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/18/6f693b3f935027be6550cc714cccb1891734493805984535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar Update: আর জি কর কাণ্ডে ধর্মতলায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ডাক্তাররা, আজ শুনানির সম্ভাবনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/18/711b112d8d7c93541c3a15637b5e794f1734493463939535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Banglar Bari: বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। কারা পাবেন , কত পাবেন, কীভাবে পাবেন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/18/d0cec7e79e5eb3c5e10f9612a045db891734492979910535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Wb News:প্রোমোটারের উপরে হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর এখনও বেপাত্তা! নোটিস দিয়েই ক্ষান্ত পুলিশ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/18/7d83ed7bb6b5d13fc28044eb35209acc1734492519103535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)