RSS News: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয়ে নোটিস। ABP Ananda Live
CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয়ে নোটিস। আরএসএস কার্যালয়ে নোটিস পাঠাল আসানসোল পুরসভা। ব্লিডিং প্ল্যান-সহ একাধিক নথি চেয়ে পাঠাল আসানসোল পুরসভা।৭ দিনের মধ্যে আরএসএস কার্যালয় সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ। পুকুর ভরাট করে সঙ্ঘের কার্যালয় তৈরির অভিযোগ, তদন্তে পুরসভা-প্রশাসন। গতকাল সঙ্ঘের কার্যালয়ে যায় পুরসভা ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। শুক্রবার সকাল থেকে রামপুরহাট, বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ চলছে। বুলডোজার দিয়ে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় চলছে অভিযান। ২ জায়গাতেই মোতায়েন পুলিশবাহিনী। অন্য়দিকে গড়িয়াহাটে রাস্তার হকারদের সমীক্ষা চালালেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। শুক্রবার সকাল থেকে রামপুরহাট, বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ চলছে। ২ দিন ধরে রাজ্যজুড়ে চলেছে লাগাতার উচ্ছেদ অভিযান। এরপর বৃহস্পতিবার নবান্নের আরও এক বৈঠক থেকে, এবার সাময়িক অভিযান-বিরতির ঘোষণা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যা নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। জবরদখল নিয়ে কড়া মমতা বন্দ্য়োপাধ্য়ায় পুলিশ-প্রশাসনকে হুঁশিয়ারি।
![Mamata Banerjee: 'দুলাল সরকার খুনের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে', মালদায় গিয়ে বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/20/5e987f8796017a94888dcf3f2a211eca1737384486881894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![RG Kar Portest: আর কত অভয়া দেখলে আমরা অভয়ার বিচারের শাস্তি পাব: আসফাকুল্লা নাইয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/20/68a7419a37c88dedd683681ec31173b41737378228958968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar News: ফাঁসির মতো অনিবার্য সাজা দেওয়াতে পারল না CBI,প্রমাণ হল CBI ব্যর্থ,ব্যর্থ,ব্য়র্থ:দেবাংশু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/20/de4c4709df48b38537ac8118e61de3611737377399725968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar News: 'আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড', কী বললেন কুণাল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/20/5bb88f1e6c63a482531970bd0c2745df1737377026822968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![MD Selim: 'বিচারের দাবিটাও বাঁচিয়ে রাখতে হবে, লড়াইও চালিয়ে যেতে হবে', বললেন মহম্মদ সেলিম।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/20/10a4e1193ced3e4001417b01bb33f3fe1737376079522968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)