PM Modi: দুদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী। সোমবার কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের অনুষ্ঠানে যোগ
ABP Ananda LIVE: কলকতায় এলেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে কলকাতায়। রাত্রিবাস করবেন রাজভবনে। দুদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী। সোমবার কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের অনুষ্ঠানে যোগ। এলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। থাকছেন ৩ বাহিনীর প্রধানরাও।
SSC Exam: SSC পরীক্ষায় বসা হল না, 'চাকরি হারানোর পর মানসিক অবসাদে ভুগছিলেন', আগের রাতেই চাকরিহারা শিক্ষকের মৃত্যু !
গতরাতে মৃত্যু পাঁশকুড়ার চাকরিহারা শিক্ষক সন্তোষকুমার মণ্ডলের। চাকরি হারানোরপর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন, দাবি পরিবারের। গত রবিবার নবম-দশমের নিয়োগের পরীক্ষা দেন সন্তোষ। বৃহস্পতিবার আচমকা অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়। পাঁশকুড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় সন্তোষকে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাওড়ার নারায়না হাসপাতালে স্থানান্তর।
গত রাতে হাসপাতালে মৃত্যু সন্তোষকুমার মণ্ডলের। একাদশ দ্বাদশের পরীক্ষার আগেই হাসপাতালে মৃত্যু। সন্তোষের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরার খাজুরি গ্রামে। ২০১৬ সালে পাঁশকুড়ার আড়িশান্ডা উচ্চ বিদ্যালয়ে চাকরি পান। চাকরি পাওয়ার পর পাঁশকুড়ার মেচগ্রামে বাড়ির জায়গা কেনেন। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বাড়ি তৈরি করে মেচগ্রামেই থাকতেন সন্তোষ।



















