Sukanta Majumdar: 'পুলিশ সরালে তৃণমূল ১৫ মিনিট', উপ নির্বাচনের আগে তৃণমূলকে কটাক্ষ সুকান্তর
ABP Ananda Live: উপ নির্বাচনের আগে তপ্ত রাজনীতি। পুলিশ সরালে ১৫ মিনিটও থাকবে না তৃণমূল, তালডাংরায় এসে হুঙ্কার সুকান্তর। নেত্রীকে আটকাতে না পেরে মিথ্যা অভিযোগ, পাল্টা তৃণমূল। পুলিশ সরিয়ে দিলে ১৫ মিনিটিও তৃণমূল দলটা থাকবে না, তাই ভোটের লড়াই তৃণমূলের সঙ্গে নয়, পুলিশের সঙ্গে। পুলিশকে বলছি, তৃণমূলের দালালি করতে হলে উর্দি ছেড়ে ঝান্ডা ধরুন। অশোক স্তম্ভের জায়গায় হাওয়াই চটির সিম্বল লাগিয়ে নিন', মন্তব্য সুকান্তর।
আরও খবর, তৃণমূল কংগ্রেসের সংগঠনে কি এবার বড়সড় রদবদল হতে চলেছে? ১০-এর বেশি জেলা সভাপতি বদলের সুপারিশ দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কলকাতা পুরসভা বাদে সমস্ত পুরসভা স্তরেও দেদার বদলের প্রস্তাব দিলেন তিনি। সূত্রের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
![Kalighater Kaku: কেমন আছেন 'কালীঘাটের কাকু'? CBI-এর রিপোর্ট তলব | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/27fdd6e9b1052772ad1ef7e83c81f6161739540196843894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)