TMC News: দিনহাটা হাসপাতালে ঢুকে ডাক্তারদের শাসানি তৃণমূল নেতৃত্বের
ABP Ananda Live: 'আজ ওয়ার্নিং হল, পরেরদিন ছেড়ে কথা হবে না। আউটডোরে দেরিতে আসার অভিযোগে দিনহাটা হাসপাতালে ঢুকে ডাক্তারদের শাসানি তৃণমূল নেতৃত্বের। অরাজকতা সৃষ্টির চেষ্টা, পাল্টা বিজেপি।
আরও খবর, আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। একহাতে সংবিধান, একহাতে ন্যায়ের প্রতীক নিয়ে মিছিল। বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জনজোয়ার। ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে 'জনতার চার্জশিট'। মেডিক্যাল কলেজগুলিতে 'দ্রোহের গ্যালারি'। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক দেওয়া হয়েছে। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি। মেডিক্যাল কলেজ এবং আর জি কর চত্বরেও তৈরি হয়েছে অভয়া গ্যালারি। আর জি কর চত্বরেও হয়েছে প্রদর্শনীর আয়োজন। গত তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তাঁরা যে সরে আসেননি সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি।
![Kolkata News: বিবাদী বাগে অস্ত্রের দোকানে হানা STF-এর, কী বললেন শুভেন্দু? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/d55edc6b8433947276a9116b4a196e7c1739639652202967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)