TMC News: দুলাল হত্যার ১২দিনেই মালদায় হাড়হিম করা হামলা। রাস্তায় গুলিতে ঝাঁঝরা তৃণমূলকর্মী।
ABP Ananda Live: দুলাল খুনের ১২দিনেই মালদায় হাড়হিম করা হামলা। সাতসকালে রাস্তার শিলান্যাসেই গুলিতে ঝাঁঝরা তৃণমূলকর্মী। অঞ্চল সভাপতি-সহ ২জন আহত। ভিড়ে ঠাসা অনুষ্ঠানে হঠাৎ ১০ থেকে ১২জন দুষ্কৃতীর হামলা। এলোপাথাড়ি গুলি, তৃণমূলের অঞ্চল সভাপতিকে ইট দিয়ে বারবার থেঁতলে আততায়ীরা চম্পট! এলাকা দখলেই মালদায় হামলা। তৃণমূলের উপর হামলায় অভিযুক্ত তৃণমূলকর্মীই! একমঞ্চে, তাও দলীয় কর্মী বলে মানতে নারাজ জেলা সভাপতি! তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াইয়ে রক্তাক্ত কালিয়াচক। বিস্ফোরক বিধায়ক। শুধু জাকির নয়, তৃণমূল নেতার উপরে হামলায় ব্লক সভাপতিও জড়িত। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে সরব নেতার ভাই। কেউ দাবি করতেই পারে, পাল্টা ব্লক সভাপতি। দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্বে নাজেহার তৃণমূল! কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনেও হুমকি বনাম বিদ্রুপ! ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে গুলি। এনআইএ-র জালে তৃণমূলকর্মী। একাধিক তলবের পরেও গরহাজির, গোপন আস্তানা থেকে গ্রেফতার।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
