WB PSC Scam: ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতি মামলায় গ্রেফতার ২
ABP Ananda LIVE: রাজ্যে পিএসসি পরীক্ষায় দুর্নীতি (WB PSC Exam Scam)মামলায় সিআইডির হাতে গ্রেফতার ২। ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতি মামলায় নদিয়া থেকে গ্রেফতার ২। কল্যাণীতে অভিযান সিআইডির, গ্রেফতার শঙ্কর বিশ্বাস নামে এক ব্যক্তি। ধুবুলিয়া থেকে পাপাই দাস নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ আলিপুর আদালতে ধৃতদের পেশ করা হবে।
বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত নয়'। লোকসভা ভোটে (Loksabha election) সাফল্যের পরেই শিল্পপতিদের বার্তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) 'রাজ্যে আছে শিল্প বান্ধব পরিবেশ, কিছুই বাধা হবে না'।'কেউ গোলমাল করে অশান্তি করার চেষ্টা করলে ছাড় নয়'। নবান্নে বণিকসভার সদস্যদের সঙ্গে বৈঠকে আশ্বাস মুখ্যমন্ত্রীর -- ।'আমরা অন্য রাজ্যের মতো ভয় দেখাই না'। 'রাজ্যের উন্নয়ন-বিরোধীদের ভয়ে গুটিয়ে যাবেন না'। নাম না করে কেন্দ্রকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়: সূত্র। 'শিল্পে সমস্যা হবে না জমি, চাইলেই পাওয়া যাবে, আছে ল্যান্ড ব্যাঙ্ক'। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে গুরুত্ব দিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর । ২০২৪-র বদলে পরবর্তী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হবে ২০২৫-এ। 'ভোটের জন্য ৩ মাস নষ্ট হওয়ায় এবছর আর বাণিজ্য সম্মেলন নয়'। শিল্প বৈঠকে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের: সূত্র