Madhyamik 2026: MCQ, জ্যামিতি, উপপাদ্যর জন্য কোন জায়গায় নজর বেশি? মাধ্যমিকের অঙ্কের লাস্ট মিনিট টিপস
Madhyamik Examination 2026 : Madhyamik Mathematics Last Minute Tips : অঙ্ক অনেকের কাছেই কঠিন। এই বিষয়টা যদি একটু বুঝে প্র্যাক্টিস করা যায়, তা হলে কিন্তু নম্বর পাওয়া কঠিন নয়। অনেকে অঙ্কের উত্তর মেলাতে না পেরে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পর তা কেটে দেয়। এটা নিষেধ করছেন শিক্ষক-শিক্ষিকারা। কারণ, অঙ্ক এমন একটা বিষয়, যেখানে যতগুলো ধাপ থাকে, তা যদি ঠিক হয়, তা হলে বেশ কিছুটা নম্বরও পাওয়া যায়। এই বিষয়ে পাওয়া যায় ফুল মার্কস। কী কী মাথায় রাখলে অঙ্কে মিলবে পুরো নম্বর, MCQ, জ্যামিতি, উপপাদ্যর জন্য কোন জায়গায় নজর দিতে হবে বেশি, সেই বিষয়েই পরামর্শ দিয়েছেন ভবানীপুর মিত্র ইন্সটিটিউশনের অঙ্কের সহ শিক্ষক বেণুগোপাল সাহা।
বিঃদ্রঃ -পাঠশালা লাইভে মতামত বক্তাদের একান্ত নিজস্ব। এতে ABP আনন্দ ও ABP Live - এর সম্পাদকীয় কোনও মতামত নেই। উদ্যোগ সম্পূর্ণরূপে এবং একান্তভাবেই ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য। সম্ভাব্য প্রশ্নাবলী ও সাজেশন ধারণা মাত্র, ছাত্রছাত্রীদের নিজস্ব প্রস্তুতিকে কোনওভাবেই ব্যাহত করার অভিপ্রায় নয়। পরীক্ষার্থীদের জন্য আগাম শুভেচ্ছা।






















