WBJEE Result 2022 Declared: প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল । Bangla News
পরীক্ষার ৪৮ দিনের মাথায় আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। 'গত বারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে’।‘অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে অনলাইন কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হবে’।‘সেপ্টেম্বরের শেষের দিকে কাউন্সিলের তিনটি রাউন্ড শেষ হবে’।‘জয়েন্ট এন্ট্রান্সে মোট পরীক্ষার্থী ছিলেন ৮১,৩৯৩ জন।‘এঁদের মধ্যে রাজ্যের পড়ুয়া ছিলেন ৬২, ৯২৭ জন’।‘পরীক্ষায় সফল হয়েছেন ৮০,১৩২ জন’‘উচ্চ মাধ্যমিক সংসদের পড়ুয়াদের মধ্যে ৪১,৮৩৯ জন কৃতকার্য হয়েছেন’।‘জেলার ফলের নিরিখে সবচেয়ে ভাল ফল করেছে উত্তর ২৪ পরগনা’।‘এরপর দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় স্থানে পঃ মেদিনীপুর’।‘চতুর্থ স্থানে পূঃ মেদিনীপুর, পঞ্চম স্থানে হুগলি’।মাধ্যমিকের পর এবার জয়েন্ট্র এন্ট্রান্সে প্রথম দু’জনের নামই এক।‘ব্যারাকপুরের হিমাংশু শেখর জয়েন্ট এন্ট্রান্সে প্রথম’‘শিলিগুড়ির হিমাংশু শেখর জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয়।জয়েন্ট্র এন্ট্রান্সে তৃতীয় ফিউচার ফাউন্ডেশনের সপ্তর্ষি মুখোপাধ্যায়’
![MAKAUT: ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, উত্তাল ম্যাকাউট, কোপে রেজিস্ট্রার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/12/16a1895b2537c9a4521021047679a9731739328438671535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)