Abhishek Banerjee: 'উত্তরবঙ্গে দুর্গতদের জন্য বাড়ি তৈরির অনুমতি দিক কমিশন', বললেন অভিষেক
ABP Ananda LIVE: ''কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পক্ষপাতদুষ্ট'। 'উত্তরবঙ্গে (north bengal)দুর্গতদের জন্য বাড়ি তৈরির অনুমতি দিক কমিশন'(election commission)। 'ঝড়ে দুর্গতদের জন্য নতুন বাড়ি তৈরিতে নির্বাচন কমিশন অনুমতি দিচ্ছে না'। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(abhishek banerjee)। আমরা টাকা দিচ্ছি, তাও বাড়ি তৈরির অনুমতি দিচ্ছে না কমিশন: অভিষেক। 'আপনি বাড়ির টাকা দেবেন না, রাজ্য(west bengal) সরকার টাকা দিলেও অনুমতি দিচ্ছে না'। না ঘর দেব, না ঘর দিতে দেব, এটাই মোদিজির নতুন স্লোগান, আক্রমণে অভিষেক। এজন্যই বিজেপিকে(bjp) বাংলা বিরোধী বলছি আমরা, আক্রমণে অভিষেক। 'আদর্শ আচরণবিধি চলাকালীন অসমের টাকা ছাড়ছে, কিন্তু বাংলাকে দিচ্ছে না'। 'ঘূর্ণিঝড়ে সর্বস্বান্তদের জন্য ঘরের টাকাও ছাড়তে দিচ্ছে না'।






















