Narendra Modi: 'বিভাজনের রাজনীতির জন্য মানুষকে নাগরিকত্ব দিতে চায় না তৃণমূল কংগ্রেস', মন্তব্য মোদির
ABP Ananda LIVE: 'বাংলার (west bengal) মানুষকে ভোট (vote) দিতে দেয় না তৃণমূল সরকার' (tmc government)। 'বিভাজনের রাজনীতির জন্য মানুষকে নাগরিকত্ব দিতে চায় না তৃণমূল কংগ্রেস'। 'বাংলাদেশি, রোহিঙ্গাদের সংরক্ষণ দেয় তৃণমূল কংগ্রেস'। 'ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্য বাংলার ভবিষ্যতকে '। 'বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, সন্দেশখালির ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে'। 'তৃণমূল প্রকাশ্যে অত্যাচার করেছে'। 'সন্দেশখালি গুণ্ডা-মাফিয়ারা মহিলাদের ওপর অত্যাচার করেছে, অত্যাচারের অনুমতি কে দিয়েছে ?' 'সন্দেশখালির(sandeshkhali) অত্যাচারিতদের সাহায্য করতে চাইলেও বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস'। 'এই অপরাধের সাজা পেতে হবে তৃণমূল কংগ্রেসক'। 'আগে কংগ্রেস, বাম পরে তৃণমূল কংগ্রেস বাংলায় হাল খারাপ করেছে'। 'বাংলায় অপরাধীরা কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা করে'।






















