এক্সপ্লোর
Panchayat Election : 'মানুষের রক্ত দিয়ে রাজনীতির হোলি খেলা বন্ধ হোক', কড়া বার্তা রাজ্যপালের
WB Panchayat Election 2023 : বাসন্তীর (Basanti) নিহত যুব তৃণমূল কর্মীর (TMC Worker) মেয়ের সঙ্গে সাক্ষাতের পর কড়া বার্তা রাজ্যপালের (CV Anand Bose)। 'মানুষের রক্ত দিয়ে রাজনীতির হোলি খেলা বন্ধ হোক'। 'বাংলার কিছু জায়গায় সন্ত্রাস হয়েছে, এটা আমি পরিদর্শনের পর জানতে পেরেছি'। 'যেখানে হিংসা হয়েছে, সেখানেই আমি গিয়েছি'। 'দোষ খুঁজতে নয়, প্রকৃত তথ্য জানতে এসেছি'। 'যে আগুন জ্বালানো হয়েছে, সেই আগুন আর ছড়াতে দেওয়া যাবে না'। ক্যানিংয়ে (Canning) যুব তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গে সাক্ষাতের পর মন্তব্য রাজ্যপালের| ABP Ananda Live
আরও দেখুন






















