Kar Dokhole Delhi: সন্দেশখালির পুনরাবৃত্তি ক্যানিংয়ে, আহত বিজেপি কর্মী। ABP Ananda Live
LokSabha Election 2024: সন্দেশখালির (Sandeshkhali Chaos) পুনরাবৃত্তি ক্যানিংয়ে। বিজেপি (BJP News) কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের (TMC News) বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে ভোট দিতে নিয়ে গেলেন বিজেপি প্রার্থী। অন্য়দিকে, লোকসভা ভোটে (LokSabha Election 2024) সকাল থেকেই শিরোনামে সন্দেশখালি। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই কেন্দ্র। ভোটপর্ব চলাকালীন ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। বাঁশ-লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মাথা ফাটল বিজেপি কর্মীর। সারা গা রক্তে ভেজা। তবু ভোট দিতে গেলেন, মায়ের হাত ধরে। বললেন, বিজেপি করেন, সেটাই অপরাধ। এদিন রণক্ষেত্রের চেহারা নেয় সন্দেশখালির বয়ারমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া কাছারিপাড়ার ২৫ নম্বর বুথ এলাকা। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, ৫০-৬০ জনের বাইক বাহিনী হামলা চালায়। ভাঙচুর করা হয় বিজেপি বুথ এজেন্টের বসার জায়গা। বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাইকে প্রচার করে। ABP Ananda Live






















