শিশির অধিকারীর বাড়িতে লকেট, প্রার্থী অপছন্দ হওয়ায় তৃণমূলের বিক্ষোভ
জল্পনা বাড়িয়ে কাঁথিতে শিশির অধিকারীর বাড়িতে লকেট চট্টোপাধ্যায়। ছেলের পাশে আছেন বলে জানিয়েছেন শিশির, দাবি লকেটের। দলবিরোধী কাজের অভিযোগে পূর্ব মেদিনীপুরে দল থেকে বহিস্কার ১০ তৃণমূল কংগ্রেস নেতাকে, সকলেই শুভেন্দু ঘনিস্ট। রবিবার রাজ্যে আসছেন অমিত শাহ, খড়গপুরে সভা, রোড শো। খড়গপুরে বিজেপি প্রার্থী হিরণের প্রচার। জামুরিড়ার সিপিএম প্রার্থী ঐশী ঘোষের প্রচার শুরু। আক্রান্ত হওয়ার ১ মাসের মাথায় নিজের এলাকায় ফিরলেন উত্তর ২৪ পরগনার বিজেপি নেতা বাবু মাস্টার। কাল তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। ঝোড়ো হাওয়ায় তাঁর ছিঁড়ে বিপত্তি বনগাঁ শাখার ট্রেন চলাচলে। উলুবেড়িয়ায় প্রার্থী অপছন্দ হওয়ায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল। সোনারপুরে লাভলি মৈত্রের সামনেই টিএমসির গোষ্ঠীকোন্দল।






















