BJP Worker Murdered: শুরু ভোট পরবর্তী হিংসা, নদিয়ার কালীগঞ্জে খুন বিজেপি কর্মী
বাংলায় শুরু ভোট পরবর্তী হিংসা। নদিয়ার কালীগঞ্জে খুন বিজেপি কর্মী। বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ। ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় খুন, দাবি পরিবারের। পারিবারিক বিবাদের জেরে খুন, পাল্টা দাবি শাসক দলের। 'একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।' খুনের সঙ্গে রাজনীতির যোগ নেই, দাবি পুলিশের। আজ ঘটনাস্থলে যান কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়।
ভোট শেষেও ব্যারাকপুরে অশান্তি। ভাটপাড়ায় অর্জুন সিংহর নির্বাচনী এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি। নৈহাটিতে তৃণমূল পার্টি অফিসের সামনে পড়ল বোমা। দুটি ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ বিজেপি ও তৃণমূলের।
যাদবপুরে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। সিপিএম কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত সিপিএম কর্মীদের সঙ্গে দেখা করেন সুজন, সৃজন।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)