এক্সপ্লোর
Lok Sabha Election: 'সারা বছর আসেন না, এখন ঝামেলা করতে এসেছেন', ধনেখালিতে লকেটকে দেখে 'চোর' স্লোগান তৃণমূলের
ধনেখালিতে চোর-ডাকাত তরজা। মাঝে কেন্দ্রীয় বাহিনী, মুখোমুখি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। হুগলির বিজেপি প্রার্থীকে দেখে চোর চোর, গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। আসল জায়গায় পা দিয়েছি, তাই রাগ, অসীমা চোর, কটাক্ষ করেন লকেট। লকেটকে ডাকাত বলে পাল্টা আক্রমণ করেন ধনেখালির তৃণমূল বিধায়ক।
ধনেখালিতে তৃণমূলকর্মীদের বিক্ষোভের মুখে লকেট। বিজেপি প্রার্থীকে চোর চোর, গো ব্যাক স্লোগান । আসল জায়গায় পা দিয়েছি, তাই রাগ, মন্তব্য লকেটের।
আরও দেখুন






















