(Source: ECI/ABP News/ABP Majha)
Hirak Rajar Darbar: কী নিয়ে তোলপাড় হীরক রাজ্য? দেখুন ‘হীরক রাজার দরবার | ABP Ananda LIVE
Lok Sabha election 2024: এবার ভারত সেবাশ্রম সঙ্ঘ (Bharata Sebasram Sangha), রামকৃষ্ণ মিশন, ইসকনের সন্ন্যাসীদের একাংশকে আক্রমণ মমতার (CM Mamata Banerjee)। সন্ন্যাসীদের একাংশকে আক্রমণে মমতা (Mamata Banerjee), পাল্টা নিশানা মোদির (PM Narendra Modi)। মোদির (PM Narendra Modi) সভায় পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সম্পাদক। এই কারণেই প্রতিবাদ মমতার (Mamata Banerjee), আক্রমণ তৃণমূলের (TMC News)। রাজনৈতিক কিছু দেখতে পেলে, তাঁর ব্যাপার। প্রতিক্রিয়া স্বামী নিত্যসুধানন্দ মহারাজের। মমতার সন্ন্যাসীদের একাংশকে আক্রমণ প্রসঙ্গে মূর্তি ভাঙার প্রসঙ্গ টানলেন অভিষেক (Abhishek Banerjee)। অধীরকে (Adhir ranjan Chowdhury) কড়া বার্তার পরেই বিধান ভবনে মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) হোর্ডিংয়ে কালি, লেখা তৃণমূলের (TMC News) দালাল। নিন্দা অধীর চৌধুরীর, এন্টালি থানায় অভিযোগ। পরে মোছা হল কালি। ABP Ananda Live