Mamata Banerjee: তৃণমূলকে ভোট দিলে মানুষ বাঁচে: মমতা বন্দ্যোপাধ্যায়। ABP Ananda Live
ABP Ananda Live: 'মোদির (Narendra Modi) থাকতে না চাইলে বিজেপিকে ভোট নয়', দেশটাকে বিক্রি করে দেবে, এগরায় বিজেপিকে আক্রমণে মমতা, 'আমি লড়াই করে বেঁচে থাকার মানুষ, কপালের পাশ দিয়ে গুলি বেরিয়েছে', আমার সঙ্গে পাল্লা দিয়ে পারবে না, হুঙ্কার তৃণমূলনেত্রীর , তৃণমূলকে ভোট দিলে মানুষ বাঁচে: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্য়দিকে, ভোটে জিতলে বাইরে থেকে জোটকে সমর্থন-মন্তব্যে মমতার বয়ান বদল। 'সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটে (india alliance) আমরা থাকব'। হলদিয়ার সভা থেকে জোটকে সমর্থন নিয়ে দাবি তৃণমূলনেত্রীর। সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটে আমরা থাকব'।'সর্বভারতীয় স্তরে অনেকে আমায় ভুল বুঝেছেন'। 'আমি বলেছি বাংলায় কোনও জোট নেই'। 'ইন্ডিয়া জোটে সরকার আমরাই গড়ব'। 'ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম'। হলদিয়ার সভা থেকে মন্তব্য তৃণমূল নেত্রীর (Mamata Banerjee)।






















