Mamata Banerjee: বিপর্যয়ের সময় বাংলাকে বার বার বঞ্চিত করেছে মোদি সরকার: মমতা বন্দ্য়োপাধ্য়ায়
ABP Ananda Live: 'এবার আর কেন্দ্রে ক্ষমতায় আসছে না বিজেপি', বেহালার সভা থেকে দাবি মমতার (Mamata Banerjee), বাংলার উন্নয়ন দেখতে পায় না হিংসুটেরা, আক্রমণে মমতা ,'নরেন্দ্র মোদিকে হয়তো আর ৭-৮ দিন বলতে পারব প্রধানমন্ত্রী (Narendra Modi)'। অন্য়দিকে, 'পূর্ব ভারতের উন্নয়নে রেকর্ড অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার', 'আমরা সবাই মিলে সাইক্লোনের মোকাবিলা করেছি', 'কেন্দ্র রাজ্য সরকারকে সবরকম সাহায্য করেছে', 'একটা সময় ছিল বাংলা লক্ষ লক্ষ দেশবাসীকে রোজগার দিত', 'এখন বাংলায় কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে', 'প্রথমে কংগ্রেস, পরে বাম, পরে তৃণমূল কংগ্রেস দুই হাত দিয়ে লুঠ করছে', 'কংগ্রেস, সিপিএম, তৃণমূল বাংলার অপরাধী', 'তৃণমূল ও সিপিএম একই কয়েনের এপিঠ-ওপিঠ', 'দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সহযোগী বামেরা', '১০ বছর আগে গ্যারান্টি দিয়েছিলাম না খাবো, না খেতে দেব', 'কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি', 'এবার আমার গ্যারান্টি যে খাবে, সেটা বাইরে বার করব', 'যা লুঠ করা হয়েছে, সেটা কীকরে ফেরত দিতে হবে, তার জন্য আইনি ব্যবস্থা করছি', বাংলার সভা থেকে বললেন মোদি।