এক্সপ্লোর
Loksabha Election 2024: ধনেখালিতে মুখোমুখি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র | ABP Ananda LIVE
ধনেখালিতে চোর-ডাকাত তরজা। মাঝে কেন্দ্রীয় বাহিনী, মুখোমুখি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। হুগলির বিজেপি প্রার্থীকে দেখে চোর চোর, গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। আসল জায়গায় পা দিয়েছি, তাই রাগ, অসীমা চোর, কটাক্ষ করেন লকেট। লকেটকে ডাকাত বলে পাল্টা আক্রমণ করেন ধনেখালির তৃণমূল বিধায়ক।
ধনেখালির ৮৩ নম্বর বুথে তৃণমূল ভুয়ো এজেন্ট বসিয়ে ভোট লুঠ করছে বলে অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের। মহিলা পুলিশ বুথের মধ্য়ে বসে রয়েছে, এই অভিযোগ পেয়ে বুথে যান হুগলির বিজেপি প্রার্থী। কার্যত ঘাড় ধাক্কা দিয়েই ভুয়ো এজেন্ট বলে অভিযুক্ত তৃণমূল কর্মীকে বুথ বার করে দেন লকেট।
জেলাশাসকের সই জাল করে তৃণমূলের এজেন্ট সেজে বুথে বসে ভোট করাচ্ছেন আশা কর্মীরা, অভিযোগ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হারবেন জেনে উল্টোপাল্টা কথা বলছেন, প্রতিপক্ষকে জবাব তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
আরও দেখুন






















