Post Poll Violence: ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার।ABP Ananda Live
LokSabha Election 2024: 'ভোট (LokSabha Election 2024) পরবর্তী সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখে আদালত মনে করলে রাজ্যে আরও কিছুদিন বাহিনী রাখতে পারে'। বাহিনী রাখলে আপত্তি নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের, আদালতে জানালেন কেন্দ্রের আইনজীবী অশোক কুমার চক্রবর্তী। কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দিষ্টভাবে নিজেদের মতামত জানাক কেন্দ্র, নির্দেশ কলকাতা হাইকোর্টের। কেন্দ্র এবং রাজ্য উভয়েই পরিস্থিতির পর্যালোচনা করে নিজেদের অবস্থান এবং তথ্য আদালতকে জানাবে, নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের, আগামী ২১ জুন এই মামলার পরবর্তী শুনানি। ভোট পরবর্তী সন্ত্রাস (Post Poll Violence) নিয়ে হাইকোর্টে (High Court) রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। ৬ থেকে ১২ জুন পর্যন্ত ৫৬০ টি অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে, তার মধ্যে ১০৭ টি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। ABP Ananda Live